News71.com
 Bangladesh
 22 Jun 16, 07:53 PM
 422           
 0
 22 Jun 16, 07:53 PM

সাতক্ষীরা সীমান্তে সাড়ে ১১ লাখ টাকার শাড়িসহ ভারতীয় পণ্য উদ্ধার ।।

সাতক্ষীরা সীমান্তে সাড়ে ১১ লাখ টাকার শাড়িসহ ভারতীয় পণ্য উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা সীমান্তের ৩টি স্থানে বিজিবি অভিযান চালিয়ে ১১ লাখ ৩১ হাজার টাকার ভারতীয় শাড়িসহ বিভিন্ন পণ্যসামগ্রী উদ্ধার করেছে ।

উদ্ধাকৃত মালামালের মধ্যে রয়েছে- ১৮৫টি ভারতীয় শাড়ি, একটি বাইসাইকেল, ২৫৯ কেজি চা পাতা, ৭০ কেজি জিরা, ১৩০ কেজি মাখন ও ৭৯০ মিটার থান কাপড়। আজ ভোরে সীমান্তের ঝাউডাঙ্গা, কাকডাঙ্গা ও মাদরা এলাকা থেকে উক্ত মালামাল গুলো জব্দ করা হয়। তবে, এ ঘটনায় বিজিবি কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি ।

এ ব্যাপারে বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন পিএসসি জানান, সাতক্ষীরা সীমান্ত থেকে বিপুল পরিমাণে ভারতীয় শাড়িসহ বিভিন্ন মালামাল আনা হচ্ছে- এমন গোপন সূত্রের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তের ঝাউডাঙ্গা, কাকডাঙ্গা ও মাদরা এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে উক্ত মালমাল গুলো জব্দ করা হয়। তবে, চোরাকারবারীরা এ সময় মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় বিজিবি তাদের আটক করতে সক্ষম হননি। তিনি আরো জানান, জব্দকৃত মালামালের মূল্য ১১ লাখ ৩১ হাজার টাকা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন