News71.com
 Bangladesh
 22 Jun 16, 07:46 PM
 472           
 0
 22 Jun 16, 07:46 PM

চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী গড়াইটুপির মেলা এবার ঈদুল ফিতরের তিন দিন পর শুরু হচ্ছে

চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী গড়াইটুপির মেলা এবার ঈদুল ফিতরের তিন দিন পর শুরু হচ্ছে

চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ৭ আষাঢ় গড়াইটুপি মেলা ঈদুল ফিতরের তিন দিন পর অনুষ্ঠিত হবে। পবিত্র মাহে রমজানের কারণে এবার মেলা অনুষ্ঠিত হবে আষাঢ়ের শেষ দিকে। সে লক্ষ্যে চলছে মেলা সাজানোর কাজ। প্রতিবারের মতো এবারের মেলায় থাকছে না যাত্রা পালার নৃত্য। ফলে পরিবার পরিজন নিয়ে মেলা দেখার পরিবেশ তৈরিতে আয়োজক কর্তৃপক্ষের ব্যবস্থতা থেমে নেই। অপরদিকে রেকর্ড ভেঙে মাত্র ১০ শতক জমি থেকে ভ্যাটসহ সরকার রাজস্ব আদায় করছে প্রায় ৪৮ লাখ টাকা।

আয়োজক সূত্রে জানা গেছে, এ বছর চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গড়াইটুপি মেলার ১০ শতক খাসজমি ইজারা দিয়ে সরকার ভ্যাটসহ আয় করেছে প্রায় ৪৮ লাখ টাকা। সরকার মেলা থেকে মোটা অঙ্কের রাজস্ব পেলেও মেলার জায়গা এবং মেলায় যাতায়াতের জন্য চোখে পড়ার মত কাজ করেনি বললেই চলে । সবকিছু ঠিকঠাক থাকলে পবিত্র ঈদুল ফিতরের তিন দিন পর উদ্বোধনের মধ্যদিয়ে এতিহ্যবাহী এ মেলা যাত্রা শুরু করবে।

মেলার আয়োজকরা দর্শক আকৃষ্ট করতে এবং পরিবারের সকল সদস্যদের নিয়ে একসাথে উপভোগ করতে এবারের মেলায় থাকছে বরাবরের মতো সারকাস, গ্রামবাংলার যাত্রাপালা, কাঠ, বাঁশ-বেতের দোকান, মিষ্টির দোকান, শিশুদের জন্য বিভিন্ন খেলনা পাতির দোকানসহ আকর্ষণীয় সব আয়োজন। তবে আয়োজক কর্তৃপক্ষ পরিবার পরিজন নিয়ে মেলা দেখার পরিবেশ সৃষ্টি করতে মেলায় থাকছে না কোন যাত্রা পালা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন