
নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়া থেকে অপহরণকারী চক্রের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে চারজন নারী রয়েছেন। আজ বুধবার দুপুর ১২টায় আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (আশুলিয়া সার্কেল) নাজমুল হাসান ফিরোজ।
আটক সদস্যরা হলেন- জাহাঙ্গীর আলম (৩৫), সুমন কবির (২২), রাকিবুর রহমান বাপ্পী (২৮), মাসুম (২৮), আকবর (২৫), রুকসানা আমিন সেলি (৩৭), নিশাত আক্তার (২৪), কামরুন্নাহার রানী (২২), হাসি (২৪) ও কলি (৩০)। সহকারী পুলিশ সুপার (আশুলিয়া সার্কেল) নাজমুল হাসান ফিরোজ জানান, মঙ্গলবার আশুলিয়ার জামগড়া এলাকা থেকে মিলন নামে এক যুবককে অপহরণের সংবাদ পায় পুলিশ।
এরপর অপহরণকারীদের বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা দেওয়ার সূত্র ধরে আশুলিয়ার শুটিং বাড়ি এলাকায় ওইদিন গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়। পরে শহীদুল মোল্লার ভাড়া বাড়ি থেকে অপহৃত যুবক মিলনকে উদ্ধার করা হয়। এসময় আটক অপহরণকারীদের তথ্যের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে খেলনা পিস্তল, ৩৫টি সিম কার্ড, ২০টি মোবাইল, ছয়টি পাসপোর্ট, দু’টি চেকসহ ১০ জনকে আটক করে পুলিশ।
তিনি আরও জানান, আটক অপহরণকারীরা বিভিন্ন সময় সংবাদপত্রে চটকদার বিজ্ঞাপণের মাধ্যমে অপহরণের মতো অপরাধ সংঘটিত করে আসছিলো। তারা ঢাকা জেলাসহ আশপাশের জেলার দ্রুত বিচার আইনসহ প্রায় ডজন খানেক মামলার আসামি। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।