News71.com
 Bangladesh
 22 Jun 16, 07:22 PM
 451           
 0
 22 Jun 16, 07:22 PM

দেশি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা গুপ্তহত্যায় মেতেছে: কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী

দেশি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা গুপ্তহত্যায় মেতেছে: কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী

নিউজ ডেস্ক: বাংলাদেশের সাম্প্রতিক গুপ্তহত্যার জন্য শক্তিধর দেশগুলোকে দায়ী করে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, সেই একই শক্তি এবং দেশীয় ষড়যন্ত্রকারীরা মিলে জঙ্গি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, গুপ্ত হত্যায় মেতে উঠেছে। এরা চোরকে বলে চুরি করতে আর গৃহস্থকে বলে সাবধান থাকতে। আমাদের দেশের চোরাগোপ্তা এ হত্যাকাণ্ড নিয়ে সময়ে অসময়ে শক্তিধর এ সমস্ত দেশের আহা উহুর সীমা নেই। দশম সংসদের একাদশ অধিবেশনে আজ বুধবার ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ সব কথা বলেন তিনি।

মতিয়া চৌধুরী বলেন, শক্তিধর দেশগুলোকে দুটো কথা বলতে চাই। ওরা সর্প হইয়া দংশন করে, ওঁঝা হইয়া ঝাড়ে। তারা ওসামা বিন লাদেনকে পালাপোষা করে, আবার প্রয়োজন ফুরালে বডি ব্যাগ বানিয়ে সমুদ্রে ফেলে দেয়। যুক্তরাষ্ট্রে নৈশক্লাবে হামলা এবং যুক্তরাজ্যে এমপি নিহত হওয়ার ঘটনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বিশ্ববাসী দেখছে এদের তৈরি সেই শক্তিধর দেশগুলোতে একের পর এক জঙ্গি হামলায় গণ্ডায় গণ্ডায় মানুষতো বটেই পার্লামেন্ট মেম্বার পর্যন্ত নিহত হয়েছেন। কথায় বলে ঘুটে পোড়ে গোবর হাসে আমরা কিন্তু হাসি না, আমরা কষ্ট পাই।

জঙ্গিবাদ বিরোধী ফতোয়ার জন্য আলেমদের ধন্যবাদ জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ফতোয়ার জন্য দস্তখত সংগ্রহেও বাঁধা দিয়েছিল জঘন্য খুনি জঙ্গিরা। এ জঙ্গিদের কর্মকাণ্ডে সারাবিশ্বে শান্তির ধর্ম ইসলামে বিশ্বাসী মুসলমানদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমাদের ব্যবসা-বাণিজ্য, চাকরির বাজার হুমকির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন