
নিউজ ডেস্ক: মাদারীপুরের রাজৈর উপজেলার সাতপাড় গ্রামে একটি মুরগির ফার্মে আগুন লেগে প্রায় ৩ হাজার ডিম পাড়া লেয়ার মুরগি পুড়ে ছাই হয়ে যায়। বুধবার সকালে খালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মোল্লার মুরগির ফার্মে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল ৮টার দিকে রাজৈরের সাতপাড় গ্রামে খালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মোল্যার মুরগির ফার্মে আগুন লাগে। এ সময় ফার্মের কর্মচারীরা খাবার খাওয়ার জন্য বাড়িতে যাওয়ায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। মাছের ঘেরের সাথে ফার্মটি জনবসতি থেকে দূরে অবস্থিত হওয়ায় লোকজন যাওয়ার আগেই মুরগিসহ ফার্মটি সম্পূর্ণ পুড়ে যায়।
এ বিষয়ে খালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মোল্লা জানান, বুধবার সকালে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আমার ফার্মের মুরগিসহ সব পুড়ে ছাই হয়ে যায়। এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। কিভাবে ঘটনাটি ঘটেছে তা তদন্তের পর সঠিকভাবে জানা যাবে।