
নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিমপাড়া থেকে আজির মিয়া নামে ডাকাতি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টি ডাকাতির মামলা রয়েছে। আজ বুধবার সিলেট মহানগরীর শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী এ তথ্য জানান। তিনি জানান, মঙ্গলবার রাতে সদর উপজেলার খাদিমপাড়ার জাকারিয়া সিটির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজির সিলেটের বিশ্বনাথ উপজেলার মুন্সীরগাঁওয়ের সাজ্জাদ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিশ্বনাথ ও সুনামগঞ্জের ছাতক থানাসহ বিভিন্ন থানায় ৩০টি মামলা রয়েছে।
প্রায় দুই বছর ধরে সে শাহপরাণ থানাধীন খাদিমপাড়া ইউনিয়নের জাকারিয়া সিটি এলাকায় বসবাস করে আসছিলো। তাকে ধরতে এর আগে একাধিকবার অভিযান চালায় পুলিশ। শাহপরাণ থানা এলাকায় সংঘঠিত ডাকাতির ঘটনায় আজির মিয়া জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি শাহজালাল মুন্সী।