
নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুলিশের চলমান অভিযানে জামায়াত-শিবিরের চার কর্মীসহ ৪৭ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এ নিয়ে গত ১৩ দিনে জেলায় পুলিশের অভিযানে মোট ৫৯৫ জনকে আটক করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও (পরিদর্শক) এসআই কুমকুম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান চলাকালে সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়ায় আটজন, তালায় পাঁচজন, কালিগঞ্জে পাঁচজন, শ্যামনগরে ৯ জন, আশাশুনিতে পাঁচজন, দেবহাটায় চারজন এক পাটকেলঘাটা থানা থেকে একজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।