News71.com
 Bangladesh
 22 Jun 16, 06:32 PM
 417           
 0
 22 Jun 16, 06:32 PM

শুরু হল পথচলা ।। পল্লী সঞ্চয় ব্যাংকের ১০০ শাখার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী....

শুরু হল পথচলা ।। পল্লী সঞ্চয় ব্যাংকের ১০০ শাখার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী....

নিউজ ডেস্ক : পল্লী সঞ্চয় ব্যাংকের ১০০টি শাখার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার দুপুর ১২টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যাংকটির শাখাগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।দেশের প্রতিটি উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা খোলার সরকারি কার্যক্রমের এটি প্রথম ধাপ বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি জানান, গ্রামের সাধারন মানুষ যেন ঋণের জালে আবদ্ধ না হয়ে নিজের পুঁজি নিজেই গঠন করতে পারে, সে জন্যই এ ব্যাংক গঠন করা হয়েছে। ব্যাংকের শাখা গুলো উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পল্লী সঞ্চয় ব্যাংকের কয়েকটি শাখার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই এই ব্যাংক গঠন করা হয়েছে। ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদে ক্ষমতায় থাকতে চালু করা এ প্রকল্পকে বিএনপি জোট সরকারে এসে বন্ধ করে দেয়। পরবর্তী সময়ে এ প্রকল্প চালু রাখতে যেন কোনো সমস্যা না হয়, সে জন্যই এ ব্যাংক গঠন করেছে সরকার। শেখ হাসিনা বলেন, ক্ষুদ্র ঋণের জালে গ্রামের সাধারণ মানুষ যেন আর জড়িয়ে না পড়ে, সে জন্য এই ব্যাংক গঠন করা হয়েছে। তারা নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো বড় আকারের পুঁজিতে পরিণত করতে পারবে এ ব্যাংকের মাধ্যমে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন