News71.com
 Bangladesh
 22 Jun 16, 06:26 PM
 421           
 0
 22 Jun 16, 06:26 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু হবে ২৩ সেপ্টেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু হবে ২৩ সেপ্টেম্বর

ঢাবি সংবাদদাতা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় আগামী ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। প্রথম দিন কলা অনুষদের অধীনে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ বুধবার উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ডিনস কমিটির সভায় সম্ভাব্য এ তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন কলা অনুষদের ডিন মো. আখতারুজ্জামান।

এ ব্যাপারে ডিন মো. আখতারুজ্জামান বলেন, “আগামী ২৩ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে, তবে সাধারণ সভায় তারিখ পরিবর্তন হতে পারে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভায় চারুকলা অনুষদের অধীনে ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিন রাখা হয়েছে ২৪ সেপ্টেম্বর। এ ছাড়াও ২৮ সেপ্টেম্বর ‘ঘ’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ৩০ সেপ্টেম্বর ‘গ’ ইউনিট (বাণিজ্য অনুষদ) ও ২১ অক্টোবর ‘ক’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন