
নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্ধগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সবুজ মিয়া (২৫) নামে এক যুবকের নামে মামলা হয়েছে। আজ বুধবার সকালে গোবিন্ধগঞ্জ থানায় নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত সবুজ একই উপজেলার কামদিয়া ইউনিয়নের এনায়েতপুর পশ্চিম পাড়ার নজরুল ইসলামের ছেলে।
মামলার বিবরণের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, রাত ৮টার দিকে ওই গৃহবধূর স্বামী বাড়ির বাইরে যান। এ সুযোগে সবুজ ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। সকালে অভিযোগ পাওয়ার পর ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠনো হয়েছে বলেও জানান ওসি।