
নিউজ ডেস্ক: দিনাজপুরের পার্বতীপুর মডেল থানা পুলিশের এসআই মোস্তফা কামালের মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পার্বতীপুর শহরের পুরাতন বাজার গরুহাটির ঈদগাহ মাঠের কাছে তাঁর ভাড়া বাসার সামনে থেকে অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি'র মোটরসাইকেলটি চুরি হয় যার বাজার মূল্য প্রায় দুই লাখ পাঁচ হাজার টাকা।
চুরি যাওয়া মোটরসাইকেলটির মালিক এসআই মোস্তফা কামাল বলেন, "গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেলটি বাসার সামনে রেখে বাসায় প্রবেশ করি। এরপর ফিরে এসে মোটরসাইকেলটি আর পাইনি।"
তিনি বলেন, "কয়েক দিন ধরে মোটরসাইকেল ছিনতাই ও চুরি হওয়া মালামাল উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। হয়তো তারাই এ কাজ করেছে। চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।"