News71.com
 Bangladesh
 22 Jun 16, 01:47 PM
 417           
 0
 22 Jun 16, 01:47 PM

বরিশালের টরকী বন্দরের এক মার্কেটে কাপড়ের দোকানে চুরি

বরিশালের টরকী বন্দরের এক মার্কেটে কাপড়ের দোকানে চুরি

নিউজ ডেস্ক: বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর আদর্শ জামে মসজিদ মার্কেটের একটি কাপড়ের দোকানে চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বন্দরের মেসার্স বেনজু ক্লথ স্টোর অ্যান্ড টেইলার্সে এ চুরি সংঘটিত হয়। চুরির ঘটনায় টাকাসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর গৌরনদী থানা পুলিশ আজ বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। বেনজু ক্লথ স্টোর অ্যান্ড টেইলার্সের মালিক গোলাম মোস্তফা চুন্নু জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে দোকানের শাটার তালাবদ্ধ করে বাসায় যান তিনি।

আজ বুধবার সকালে কর্মচারী দোকান খুলতে এসে শাটারের তালা ভাঙা দেখেন। ভেতরে গিয়ে দেখা যায় ৮০০ টাকা, মূল্যবান থ্রি-পিস ও শার্ট পিস চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা। খবর পেয়ে আজ বুধবার সকালে গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন