News71.com
 Bangladesh
 22 Jun 16, 01:39 PM
 406           
 0
 22 Jun 16, 01:39 PM

খালেদা জিয়ার নাশকতার একটি মামলা বিচারের জন্য ট্রাইব্যুনালে

খালেদা জিয়ার নাশকতার একটি মামলা বিচারের জন্য ট্রাইব্যুনালে

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ২১ জনের বিরুদ্ধে নাশকতার একটি মামলা বিচারের জন্য ঢাকার ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। ঢাকা মহানগর হাকিম এমদাদুল হক গতকাল এ আদেশ দেন।

নাশকতার অভিযোগে রাজধানীর দারুস সালাম থানার বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করা হয়। গত জুন মাসে এই মামলায় খালেদা জিয়াসহ ২১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার এসআই রায়হানুজ্জামান। বিএনপি চেয়ারপার্সন ছাড়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে দলের নেতা আমান উল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, মিয়া সরাফত আলী সফু, মামুন হাসান, হাজি আবদুর রহমান, মোস্তফা জগলুল, বিএনপি নেত্রী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার নাম রয়েছে।

অভিযোগপত্র থেকে জানা যায়, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি দারুস সালাম থেকে দিয়াবাড়ি রোডে চলাচলরত নিউ ঢাকা লিংক বাসে দারুস সালাম এলাকার নতুন রাস্তার খবিরের জুটের অপর পাশে বাসে আগুন দেয় দুষ্কৃতকারীরা। ওই ঘটনায় দারুস সালাম থানার এসআই কামরুল হাসান বাদী হয়ে মামলাটি করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন