
নিউজ ডেস্ক: রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মান্নান নামে একব্যক্তিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মেইল এক্সপ্রেসের যাত্রী আব্দুল মান্নানের শরীর তল্লাশি চালানো হয়।
এ সময় তার কাছে থাকা ব্যাগ থেকে দুই হাজার পিস ইয়াবার ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি।