
নিউজ ডেস্ক: নওগাঁর সাপাহার উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। নিহত ব্যক্তির নাম নাজির উদ্দিন (৭০) বিনদপুর (তাজপুর) গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
আজ(২২জুন)বুধবার সকাল ১০টার দিকে উপজেলার তলাপাড়া (তাজপুর) মোড়ে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি চার্জার ভ্যানের সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটনা ঘটে।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।