News71.com
 Bangladesh
 22 Jun 16, 11:33 AM
 544           
 0
 22 Jun 16, 11:33 AM

সিলেটে প্রকাশ্যে ধুমপান বন্ধের নোটিশ দিয়েছেন জেলা প্রশাসক।।

সিলেটে প্রকাশ্যে ধুমপান বন্ধের নোটিশ দিয়েছেন জেলা প্রশাসক।।

নিউজ ডেস্কঃ প্রকাশ্যে ধূমপান বন্ধে সিলেটের সকল শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি দফতরে নোটিশ দিয়েছেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন ২০০৫ এবং সংশোধিত আইন ২০১৩ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য তিনি নির্দেশ দেন।

আইনানুযায়ী সিলেটের সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও সবগুলো উপজেলা পর্যায়ের জনসাধারনের চলাচলের জায়গায় (পাবলিক প্লেস) ধুমপান বা তামাকজাত দ্রব্যের রোধকল্পে বিজ্ঞাপন অপসারণ ও প্রচারণামুলক কাজে আইন বাস্তবায়নের তাগিদ দেন তিনি। জেলা প্রশাসকের কার্যালয় থেকে গতকাল মঙ্গলবার পাঠানো নোটিশে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট রেলওয়ে স্টেশন, সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের সকল কার্যালয়, ফাঁড়ি ও পুলিশ বক্স, হোটেল-রেস্তোরা এবং আইনে উল্লেখিত পাবলিক প্লেস ধুমপানমুক্ত করার এবং মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে।

এ নির্দেশ উপজেলা পর্যায়েও বাস্তবায়ন করার কথা বলা হয়েছে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের পাবলিক স্থানে সতর্কীকরণ নোটিশ ও ধূমপান হইতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ’ স্থাপনের কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন বলেন, আইনের বাস্তবায়নের মাধ্যমে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার কমিয়ে আনতে হবে। এক্ষেত্রে আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন