News71.com
 Bangladesh
 22 Jun 16, 11:02 AM
 414           
 0
 22 Jun 16, 11:02 AM

বাউবির ২০১৬-১৭ অর্থ বছরের ২১২ কোটি ৩ লাখ ৩ হাজার টাকার বাজেট অনুমোদন

বাউবির ২০১৬-১৭ অর্থ বছরের ২১২ কোটি ৩ লাখ ৩ হাজার টাকার বাজেট অনুমোদন

নিউজ ডেস্ক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ২০১৬-১৭ অর্থ বছরের জন্য ২১২ কোটি ৩ লাখ ৩ হাজার টাকার বাজেট অনুমোদন করেছে। বাজেটে রাজস্ব খাতে ২১২ কোটি ৩ লাখ ৩ হাজার এবং উন্নয়ন খাতে ২৩ কোটি ২৩ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাউবি’র উপাচার্য অধ্যাপক ড. এম. এ মাননানের সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত বোর্ড অব গভর্ণর্স এর সভায় বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আবু তাহের।

বাউবি’র ঢাকা সিটি অফিসের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বোর্ড অভ গভর্ণরস্-এর ১৫১ তম সভায় এই বাজেট অনুমোদিত হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে রাজস্ব বাজেটে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৬২ কোটি ৬৫ হাজার টাকা, যা মোট রাজস্ব বাজেটের ২৯ দশমিক ৫৫ শতাংশ। আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল হতে এ বাজেটে ১১০ কোটি ৩৫ হাজার টাকার সংস্থান রাখা হয়েছে, যা রাজস্ব বাজেটের ৭০ দশমিক ৪৫ শতাংশ।

একই সঙ্গে ২০১৫-২০১৬ অর্থ বছরে ১৬১ কোটি ৭২ লাখ ১৭ হাজার টাকা রাজস্ব এবং উন্নয়ন খাতে ১৯ কোটি ৮৮ লাখ ৩৫ হাজার টাকা সংশোধিত বাজেট সভায় অনুমোদিত হয়। বোর্ড অব গভর্ণরস্ এর বাজেট সভায় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আবু তাহের বিশ্ববিদ্যালয়ের বাজেট বাস্তবায়নে নেটওয়ার্ক, সিপিএম, পিইআরটি, মাইলস্টোন বাজেটিং ইত্যাদি কৌশলের সহায়তায় প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বল্প খরচে শিক্ষা সুবিধা বিস্তরণের লক্ষ্যে বাজেট বক্তৃতায় আলোকপাত করা হয়েছে। শিক্ষা প্রোগ্রাম চালুর মাধ্যমে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির প্রয়োজন ও চাহিদার প্রেক্ষিতে ব্যয় সাশ্রয়ী নতুন শিক্ষা প্রোগ্রাম চালু ও বর্তমান শিক্ষা প্রোগ্রাম অধিকতর উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নিতে ট্রেজারার বাজেট বক্তৃতায় উল্লেখ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন