
নিউজ ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।আজ(২২জুন) বুধবার সকাল ৮টা থেকে রেলস্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে।
টিকিট প্রত্যাশীদের লম্বা লাইন পরে। এদের মধ্যে অনেকে গতকাল দিবাগত রাতে লাইনে দাঁড়িয়েছে। সেহরির পর থেকে ভিড় আরো বাড়তে শুরু করে।
কমলাপুর রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বলেন, 'যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও কালোবাজারি রোধে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।'