News71.com
 Bangladesh
 22 Jun 16, 10:08 AM
 618           
 0
 22 Jun 16, 10:08 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ভূটানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ভূটানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

ঢাবি সংবাদদাতা: বাংলাদেশে নিযুক্ত ভূটানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত কারমা ওয়াংজুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার তিনি তাঁর অফিসে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্ট-এর সাধারণ সম্পাদক রাফি হক উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের শিল্প-সংস্কৃতির উন্নয়নসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশ এবং ভূটানের শিল্পীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভূটানের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চিত্রকলা বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন