
নিউজ ডেস্কঃ জেলার গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদ চৌধুরীসহ ২জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। প্রতিবাদে নেতা-কর্মীরা দৌলতদিয়া মহাসড়ক অবরোধ করেন। পরে হামলায় জড়িত ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
ছাত্রলীগ নেতা আসাদ জানান, তাঁর বাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে। সেখানে ৪ মাস আগে সড়ক দুর্ঘটনায় আহত ১ ব্যক্তি ভর্তি হন। তাঁর জন্য হাসপাতালের ভিতরে গড়ে ওঠা ওষুধের দোকানের মালিক আবু সাঈদকে ওষুধ দিতে অনুরোধ করেছিলেন তিনি। সেই ওষুধের ১ হাজার টাকা বাকি পড়ে। আজ দুপুরে তিনি হাসপাতাল এলাকায় এলে তাঁর কাছে বাকি টাকার জন্য চাপ দেন সাঈদ। তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাসও করেন ।
এরপরও চড়াও হন সাঈদ। একপর্যায়ে কাঠের চলা ও ধারালো অস্ত্র দিয়ে সাঈদ ও তাঁর সহযোগী শাহিনসহ ৪-৫জন তাঁর ওপর হামলা করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা উপজেলার ছোটভাকলা ইউনিয়ন যুবলীগের সদস্য মফিজ শেখ এগিয়ে এলে তাঁকেও পেটানো হয়। স্থানীয় লোকজন ২জনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আসাদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।
এদিকে এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতা-কর্মীরা দৌলতদিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীসহ আওয়ামিলীগের নেতারা ঘটনাস্থলে আসেন। তাঁরা হামলাকারীদের গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম বাতেন জানান, আসাদের বাঁ চোখের পাশে গভীর ক্ষত হয়েছে। ১৪টি সেলাই দিতে হয়েছে। অল্পের জন্য চোখটি রক্ষা পেয়েছে ।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, এ হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আবু সাঈদ ও তাঁর সহযোগী শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। সাঈদ মারপিটের বিষয় স্বীকার করেছেন। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ।