
নিউজ ডেস্কঃ লালপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার কে কুপিয়েছে দুর্বৃত্তরা। আজ রাতে উপজেলার বরমহাটি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই তালুকদার জানান, আজ রাতে বাবুল আক্তার বরমহাটি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় বরমহাটি উচ্চ বিদ্যালয়ের সামনে কয়েকজন দৃর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি ।