
নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম রেলপথে আগামী সপ্তাহ থেকে চলাচল শুরু করবে নতুন একটি আন্তঃনগর ট্রেন ‘সোনার বাংলা এক্সপ্রেস’। ১৬ বগির এই ট্রেন শুধু ঢাকার বিমানবন্দর স্টেশনে থামবে। পাঁচ ঘণ্টা ৪০ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছাবে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।
সোনার বাংলা এক্সপ্রেস হবে ঢাকা-চট্টগ্রাম পথে চলাচলকারী দ্বিতীয় বিরতিহীন ট্রেন। এর আগে প্রথম বিরতিহীন আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস চলাচল শুরু করে ১৯৯৮ সালের ১৪ এপ্রিল। এ ব্যাপারে পূর্ব রেলের জিএম মো. আবদুল হাই বলেন, “শনিবার (২৫ জুন) ঢাকা কমলাপুর রেলস্টেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা এক্সপ্রেসের উদ্বোধন করার কথা রয়েছে।”
তবে ট্রেনটি আগামী রবিবার থেকে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করবে বলে জানা গেছে। আবদুল হাই জানান, ইন্দোনেশিয়া থেকে আনা নতুন ১৬টি বগি দিয়েই আন্তঃনগর ট্রেনটি যাত্রী পরিবহন করবে। শনিবার ছাড়া সপ্তাহের বাকি ছয়দিন ট্রেনটি চলাচল করবে।
তিনি বলেন, “এটিতে স্নিগ্ধা (শীতাতপ চেয়ার), শোভন চেয়ার, এসি বাথ মিলিয়ে ৭৪৬টি আসন থাকবে।” জিএম আবদুল হাই আরো জানান, প্রতিদিন সকাল ৭টায় সোনার বাংলা এক্সপ্রেস কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে বেলা ১২টা ৪০ মিনিটে। একই ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়বে বিকাল ৫টায়, ঢাকা পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে। পূর্ব রেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামীকাল বুধবার থেকে নতুন এই ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে যাচ্ছে। এই ট্রেনে ভাড়া রাখা হয়েছে সুবর্ণ এক্সপ্রেসের মতোই।