News71.com
 Bangladesh
 21 Jun 16, 08:57 PM
 419           
 0
 21 Jun 16, 08:57 PM

মাদারীপুরের কালকিনিতে সরকারি খাল ভরাট করে মার্কেট নির্মাণের চেষ্টা

মাদারীপুরের কালকিনিতে সরকারি খাল ভরাট করে মার্কেট নির্মাণের চেষ্টা

নিউজ ডেস্ক: মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের কালকিনি-মোল্লারহাট আঞ্চলিক সড়কের আন্ডারচর-সাহেবরামপুরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া সরকারী খালে বাধ দিয়ে মাটি কেটে ভরাট করে মার্কেট নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালীরা।


ইতিমধ্যে খালের কিছু অংশে মাটি কাটায় ওই খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় এলাকার চাষিদের হাজার-হাজার বিঘার ফসলি জমি ফেটে চৌচির হওয়ার পথে। এমন অভিযোগ করেছে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, জনবহুল আন্ডারচর-সাহেবরামপুরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া সরকারী খালটি দিয়ে বর্ষা মৌসুমে এলাকাবাসী ধান, পাট, মেসতাসহ বিভিন্ন সামগ্রী নৌকাযোগে বহন করে।এ ছাড়াও এই খালের পানি দিয়ে কৃষকরা তাদের রোপণ করা ফসলের বিভিন্ন জমিতে সেচ দিয়ে থাকে।


এ ব্যাপারে কালকিনির সাহেবরামপুর ইউনিয়ন ভূমি সহকারী (তহশিলদার) মো. আ. মান্নান মিয়া জানান, সরকারী খাল ভরাট করার অপরাধে একটি মামলা দেয়ার প্রস্তুতি চলছে। কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাম্মী আক্তার বলেন, সরকারী সম্পত্তি যদি কেউ দখল করে মাটি ভরাট করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাই স্থানীয় তহসিলদারকে মামলা করার জন্য বলে দিয়েছি।


এদিকে অভিযুক্ত সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল আহসান সেলিম বলেন, সরকারীভাবে একটি টলঘর বরাদ্ধ হয়েছে। বিধায় আমি খালে বাধ দিয়ে মাটি ভরাট করছিলাম। কারণ খালটি ব্যবহার হয় না। এখন মাটি কাটা বন্ধ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন