
নিউজ ডেস্ক: নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান সংসদে বলেছেন, ২০৩০ সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ সমুদ্র বন্দর হিসেবে পায়রা বন্দরের কাজ সম্পন্ন হবে। পায়রা বন্দর নির্মাণ প্রকল্পটি জি টু জি এবং এফডিআই ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। সরকারকে সরাসরি কোন অর্থ বিনিয়োগ করতে হবে না।
সংসদের বাজেট অধিবেশনে আজ জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য জানান। তিনি আরও বলেন, সরকারের পক্ষ হতে প্রয়োজনীয় জমি ও অবকাঠামো নির্মাণ করে দেওয়া হবে। বিদেশি বিনিয়োগকারীরা তাদের নিজস্ব অর্থ এ প্রকল্পে বিনিয়োগ করবে। তিনটি ধাপে পায়রা বন্দর নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রথম ফেইজে ২০১৬ সালের ৩০ জুনের মধ্যে বহিঃনোঙ্গরে ক্লিংকার, সার ও অন্যান্য বাল্ক পণ্যবাহী জাহাজ আনয়ন এবং লাইটার জাহাজের মাধ্যমে দেশের অভ্যন্তরে পরিবরহন করা হবে। দ্বিতীয় ধাপে ২০১৮ সালের মধ্যে পায়রা বন্দরের টার্মিনাল নির্মাণ কাজ সম্পন্ন হবে।