News71.com
 Bangladesh
 21 Jun 16, 08:00 PM
 395           
 0
 21 Jun 16, 08:00 PM

গোবিন্দগঞ্জ উপজেলার ধান ক্ষেত থেকে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জ উপজেলার ধান ক্ষেত থেকে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ধান ক্ষেত থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার শালমারা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার শালমারা ইউনিয়নের পূর্ব মীরেরপাড়া গ্রামের মাইদুল ইসলামের ছেলে।

এ বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, মঙ্গলবার সকালে স্থানীয় একটি ধানের ক্ষেতে কাঁদামাখা অবস্থায় সুমনের লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশটি গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবার জানিয়েছে, মীরেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সুমন গত সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন