
নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের জরুরি চিকিৎসা কক্ষে পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের আবুল বাশার ও শহিদুল ইসলামদের মধ্যে এ ঘটনা ঘটে।
এ সময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে উভয়পক্ষের চারজনকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের বায়তুল মামুন জামে মসজিদে তারাবীর নামাজের টাকা আদায়কে কেন্দ্র করে সম্প্রতি মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
এতে সাধারণ সম্পাদক আবুল বাশার আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় সদর থানায় মামলাও করেন তিনি। এদিকে ঘটনার সময় সভাপতির সমর্থক এবং ওই মামলার আসামি শহিদুল ইসলাম একই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।
এ সময় আবুল বাশার ও তার সমর্থকরা শহিদুলকে ধাওয়া করে কিল-ঘুষি দিয়ে তাড়িয়ে দেয়। পরে শহিদুল ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে তাদের ওপর পাল্টা হামলা চালায়। এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার আনোয়ার হোসেন বলেন, চিকিৎসা নিতে এসে দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়েছেন।