News71.com
 Bangladesh
 21 Jun 16, 07:58 PM
 451           
 0
 21 Jun 16, 07:58 PM

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

নিউজ ডেস্ক: গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত মো. কামাল হোসেন (৪০) গাজীপুরের শ্রীপুর থানার কাওরাইদ গ্রামের বাসিন্দা।আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

গাজীপুর আদালতের এসআই মো. মনজুরুল হক জানান, ২০১১ সালের ৩০ এপ্রিল গাজীপুর মহানগরীর খাইলকুর এলাকার নুরুল ইসলামের ভাড়া বাড়িতে পারিবারিক কলহের জের ধরে স্বামী কামাল হোসেন তার স্ত্রী শহিদা বেগমকে (৩০) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ভাই মো. আব্দুল গফুর বাদী হয়ে কামাল হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম-২ ওই বছরের ৩০ জুন আসামি কামাল হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত বিচারকাজে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন