
নিউজ ডেস্ক: মাগুরায় প্রায় ১কোটি টাকার ভারতীয় থ্রি-পিসসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।ঢাকা-খুলনা সড়কের মাগুরা শহরের পিটিআইয়ের সামনে একটি ট্রাক থেকে আজ দুপুরে ১ কোটি টাকার থ্রি-পিস জব্দ করে সদর থানার পুলিশ।
মাগুরা সদর থানার ওসি আজমল হুদা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকেলে মাগুরা শহরের পিটিআই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাক জব্দ করে পুলিশ।আজ মঙ্গলবার প্রশাসনের একাধিক দায়িত্বশীল ব্যক্তির উপস্থিতিতে ট্রাকের মধ্যে থাকা ৬টি বড় কাঠের কার্টন ভেঙ্গে তার ভেতর থেকে ২ হাজার ৯০০ পিস ভারতীয় থ্রিপিস উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ১ কোটি টাকা।