
নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে মাথায় লাল কাপড় বেঁধে হাতে বাঁশের লাঠি নিয়ে এবং বাঁশি বাজিয়ে গুপ্তহত্যার প্রতিবাদ সভা করেছে ফলদা ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা।
আজ বিকালে উপজেলার ফলদায় এ গুপ্তহত্যা প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির, ফলদা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, ফলদা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক তাহেরুল ইসলাম তোতা, এসআই মো. তারিকুজ্জামান, কমিউনিটি পুলিশিংয়ের ফলদা ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ। তারপর গুপ্তহত্যা প্রতিবাদে একটি র্যালি বের করা হয়।