News71.com
 Bangladesh
 21 Jun 16, 06:49 PM
 672           
 0
 21 Jun 16, 06:49 PM

ঈদের ছুটির পর রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে ।। অর্থমন্ত্রী

ঈদের ছুটির পর রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে ।। অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ ঈদের ছুটির পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সরকার কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান ।

উল্লেখ্য, গত ৩০শে মে সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন। ওই দিন অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন যে, বাজেট ঘোষণার ১৫ থেকে ২০ দিন পর এটি প্রকাশ করা হবে ।

এ বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, রিপোর্টটি প্রকাশ করতে দেরি হবে। আমার সময়ের খুব অভাব। বাজেট অধিবেশন চলছে। এখনো রিপোর্টটি ভালো করে পড়া হয়নি। তাহলে কি ঈদের পর এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, ঈদের পরে তো বটেই। বাজেট অধিবেশন শেষ হয়ে যাবে ৩০শে জুন। এরপর তো ঈদের ছুটি। তারপরে হবে, ডেফিনিটলি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন