
নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুলিশের চলমান অভিযানে জামায়াতের পাঁচ কর্মীসহ ৪৬ জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
সব মিলিয়ে গত ১২ দিনে জেলায় পুলিশের অভিযানে মোট ৫৪৮ জনকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা এসআই কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১১ জন, কলারোয়ায় সাতজন, তালায় পাঁচজন, কালিগঞ্জে পাঁচজন, শ্যামনগরে আটজন, আশাশুনিতে পাঁচজন, দেবহাটায় তিনজন এবং পাটকেলঘাটা থানা থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।