
নিউজ ডেস্ক: শেরপুরে এক মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় দুই কর্মকর্তাসহ গোয়েন্দা বিভাগের পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। অভিযানকালে পুলিশ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ইয়াবা ডিলার মো. শিপন মিয়াসহ (২৪) পাঁচজনকে গ্রেপ্তার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এ সময় পুলিশ গ্রেপ্তারকৃত শিপনের বাড়ি থেকে ১০০ পিস ইয়াবা ও খাটের নিচে লুকানো অবস্থায় ১০টি তাজা ককটেল উদ্ধার করেছে বলে দাবি করেছে পুলিশ।
গতকাল সোমবার রাত ১২টার দিকে সদর উপজেলার মুন্সীর চর এলাকায় এ ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র, মাদক ও পুলিশ অ্যাসল্টের ঘটনায় সদর থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। গোয়েন্দা বিভাগের (ডিবি) ওসি মো. মাহফুজার রহমান জানান, সদর উপজেলার মুন্সীর চর এলাকার জামাল উদ্দিনের ছেলে শিপন মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি একজন ইয়াবা ডিলার। তার ছোট ভাই বাবুল ও আরেক চাচা আব্দুল খালেকও মাদক ব্যবসায়ী।
ইয়াবার একটি চালান বেচাকেনা হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে শিপনের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ সময় শিপনের সহযোগীরা পুলিশের ওপর আক্রমণ করলে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এ সময় পালিয়ে যায় সহযোগীরা। পরে ঘটনাস্থল থেকে শিপনের সহযোগী তার বড় ভাই রেজাউল কিরম (৩০), ওই এলাকার আবুল হোসেনের ছেলে ইস্রাফিল মিয়া (৩৮), মোকছেদ আলীর ছেলে হযরত আলী ওরফে হুজুর আলীকে (৪৫) আটক করা হয়।
ডিবির ওসি জানান, অভিযানকালে পুলিশের ওপর হামলায় গোয়েন্দা বিভাগের এসআই সজিব খান, সহকারী এএসআই লালমোহন মিয়া, কনস্টেবল বাবুল মিয়া, খাইরুল ইসলাম এবং শফিক মিয়া আহত হন। আহত পুলিশ সদস্যরা জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারিশ বলেন, "ডিবির অভিযানে শিপন নামে এক ইয়াবা ডিলারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে মাদক ব্যবসায়ীদের হামলায় পাঁচ পুলিশ সদস্যও আহত হয়েছে। এ সময় ১০০ পিস ইয়াবা ও ১০টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এসআই মিঠু মিয়া বাদী হয়ে মাদক আইনে, এসআই এলহি নেওয়াজ বাদী হয়ে বিস্ফোরক ও অস্ত্র আইনে এবং এসআই সজিব খান বাদী হয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় সরকারি কর্তব্যকাজে বাধা দেওয়ার ঘটনায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।