
নিউজ ডেস্ক: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগুন সন্ত্রাসী ও গুপ্ত হত্যাকারীরা নির্বিচারে নিরপরাধ সাধারণ মানুষকে হত্যা করে সভ্যতা ও রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তিনি বলেন, সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে শত্রু মোকাবেলায় কোন ভুল ত্রুটি করলে তা সংশোধন করা হবে।
তবে ইনু হুশিয়ারি উচ্চারণ করে বলেন, জঙ্গিদের একচুল ছাড় দেয়া হবে না। আজ সকালে কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাসভবনে জাসদ দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে ‘দেশে ঘটে চলা সাম্প্রতিক গুপ্ত হামলা নিয়ে’ সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।