
নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের কামারখন্দে দুর্বৃত্তের গুলিতে আহত সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মাহবুবুল আলম মল্টিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত মল্টিন উপজেলার বড় পাকুরিয়া গ্রামের মোকছেদ আলীর ছেলে। তিনি জামতৈল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের নেতা ছিলেন। কামারখন্দ থানার ওসি বাবুল সরদার জানান, গত রবিবার রাত ৯টার দিকে উপজেলা সদর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন মল্টিন। পথে হালুয়াকান্দি নিশিবাড়ী ব্রিজ পার হওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন তিনি।
নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপের বিরোধিতা করার কারণে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. আলী জিন্না বাদী হয়ে পাঁচজনকে আসামি করে কামারখন্দ থানায় একটি মামলা দায়ের করেন।
স্থানীয়রা তাঁকে উদ্ধারের পর সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।