News71.com
 Bangladesh
 21 Jun 16, 06:40 PM
 460           
 0
 21 Jun 16, 06:40 PM

সরকারি সিদ্ধান্ত অমান্য করায় আশুলিয়ায় দুটি সিএনজি স্টেশনে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সরকারি সিদ্ধান্ত অমান্য করায় আশুলিয়ায় দুটি সিএনজি স্টেশনে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক: সরকারি সিদ্ধান্ত অমান্য করে বিকাল ৩টার পর সিএনজি স্টেশন চালু রেখে বিভিন্ন যানবাহনে গ্যাস দেওয়ার অপরাধে আশুলিয়ায় দুইটি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস ডিসট্রিবিউশনের সাভার আঞ্চলিক অফিস কর্তৃপক্ষ।

গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা সিএনজি স্টেশনগুলো হলো- আশুলিয়ার নবীনগর এলাকার নবীনগর সিএনজি ফিলিং স্টেশন ও নিশ্চিন্তপুর এলাকার দেওয়ান সিএনজি স্টেশন। গতকাল সোমবার রাতে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানির ম্যানেজার সত্যজিৎ ঘোষের নেতৃত্বে এ সংযোগ বিছিন্ন করা হয়।

গতকাল সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত গোপনে ওই সিএনজি স্টেশনগুলোর প্রতি বিশেষ নজর দেওয়া হলে বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন চালু রাখার সত্যতা পাওয়া যায়। পরে সরকারি সিদ্ধান্ত অমান্য করার অপরাধে আজ মঙ্গলবার ওই দুটি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলেও জানান তিতাসের এই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন