News71.com
 Bangladesh
 21 Jun 16, 03:07 PM
 443           
 0
 21 Jun 16, 03:07 PM

ঈদে ফিটনেসবিহীন বাস এবং লঞ্চ বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি...

ঈদে ফিটনেসবিহীন বাস এবং লঞ্চ বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি...

নিউজ ডেস্ক: ঈদযাত্রার বাড়তি চাপের সুযোগে ফিটনেসবিহীন যানবাহনে যেন দূরপাল্লার যাত্রী বহন করতে না পারে তার যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ মঙ্গলবার ঈদযাত্রায় লক্কড়-ঝক্কড় ফিটনেসবিহীন বাস ও লঞ্চ বন্ধ করার দাবিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তিনি।

সারাদেশে প্রায় ৪ লক্ষাধিক নিবন্ধিত ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ যানবাহন রয়েছে উল্লেখ করে মোজাম্মেল হক চৌধুরী বলেন, দেশে গণপরিবহন সংকটের সুযোগ কাজে লাগিয়ে ঈদযাত্রায় নিবন্ধিত যানবাহনের আন্তঃজেলা ও দূরপাল্লার ক্ষেত্রে ২৯ শতাংশ, সিটি সার্ভিসে ৪৭ শতাংশ যানবাহন ফিটনেসবিহীন চলাচল করে থাকে। নৌপথেও ১৭ শতাংশ লঞ্চ ফিটনেসবিহীন ঝুঁকিপূর্ণভাবে চলাচল করে। এতে প্রতিবছর ঈদে সড়ক ও নৌপথে শত শত যাত্রীকে প্রাণ দিতে হয়।

এ সব প্রাণহানী বন্ধে অবিলম্বে ফিটনেসবিহীন লক্কড়-ঝক্কড় যানবাহন বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি দেশের অবৈধ নসিমন-করিমন যেন দূরপাল্লার যাত্রী নিয়ে মহাসড়কে উঠতে না পারে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান মোজাম্মেল হক।

জনস্বার্থে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে ভিজিলেন্স টিমকে প্রতিদিন টিকিট কাউন্টারে কার্যক্রম মনিটরিং এবং যাত্রী সাধারণের দুর্ভোগ লাঘবে কাজে লাগানোর তাগিদ দেন তিনি। মানববন্ধরে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক আবু সাঈদ খান, পরিবেশ বাঁচাও আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন