
নিউজ ডেস্ক: পদ্মাসেতু ও নির্মাণাধীন অর্থনৈতিক জোনের জন্য বিপুল বিদ্যুতের চাহিদা মেটাতে ১ হাজার ২৫০ কোটি ৮৫ লাখ টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে ।
বিদ্যুতের উৎপাদন ও চাহিদা বৃদ্ধির জন্য বর্তমানে স্থাপিত বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ক্ষমতা বৃদ্ধিকরণে ‘ওয়েস্ট জোন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও আপগ্রেডেশন’ শীর্ষক এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে ।
আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়। সকালে রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।