News71.com
 Bangladesh
 21 Jun 16, 01:14 PM
 633           
 0
 21 Jun 16, 01:14 PM

শাহজালালে ১৮ লাখ টাকার সিগারেটসহ আটক ১

শাহজালালে ১৮ লাখ টাকার সিগারেটসহ আটক ১

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইজি ব্র্যান্ডের ৫৯৬ কার্টন সিগারেটসহ আলম নামের এক যাত্রীকে আটক করেছে ঢাকা শুল্ক কর্তৃপক্ষ। আটককৃত আলমের বাড়ি মুন্সিগঞ্জে। আজ সকাল ৯টার দিকে শারজা থেকে আসা এক যাত্রী বিমান থেকে শাহজালালে নামলে তাকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ওই সিগারেট জব্দ করা হয় ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার (এসি) রেজাউল করিম জানান, আলম বিমানে থেকে শাহজালালে নামার পর ৫টি ট্রলি ব্যাগ নিয়ে বেড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫৯৬ কার্টন ইজি ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। যার মূল্য প্রায় ১৮ লাখ টাকা। আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন