News71.com
 Bangladesh
 21 Jun 16, 01:12 PM
 462           
 0
 21 Jun 16, 01:12 PM

তামাক আইনে তামাক নিষিদ্ধ করা হয়নি ।।স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

তামাক আইনে তামাক নিষিদ্ধ করা হয়নি ।।স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন তামাক নিয়ন্ত্রণ আইনে তামাক নিষিদ্ধ করা হয়নি । আজ সকালে জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে এ কে এম শাহজাহান কামালের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী ।

এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তামাকজাত দ্রব্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি। বাংলাদেশ সরকার স্বাস্থ্যের কথা বিবেচনা করে ২০০৫ সালে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং ২০০৬ সালে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬’ প্রণয়ন করে ।

২০০৫ সালে প্রণীত আইনকে ফেম্রওয়ার্ক কনভেনশন টোবাক্যো কন্ট্রোল (এফসিটিসি)-র সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ করার উদ্দেশ্যে ২০১৩ সালে সংশোধন করা হয় এবং ২০১৫ সালে এর বিধিমালা প্রণয়ন করা হয়। তাই তামাক নিয়ন্ত্রণ আইনে তামাককে নিয়ন্ত্রণের ব্যাপারে বলা হয়েছে। এই আইনে তামাক ব্যবহার নিষিদ্ধ করা হয় নাই ।

ধোঁয়াযুক্ত ও ধোঁয়াবিহীন তামাকসহ সকল ধরনের তামাকই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তামাক ব্যবহারের প্রত্যক্ষ ফল হিসেবে প্রধান ৮টি রোগ হয়। এই রোগগুলো হল হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার, ব্রেন স্ট্রোক, মুখে ক্যান্সার, শ্বাসনালী/খাদ্যনালীর ক্যান্সার, ফুসফুসে বাধাজনিত রোগ, ফুসফুসে যক্ষা, বার্জারস ডিজিজ ।

বিশ্বস্বাস্থ্য সংস্থার ২০০৪ সালের এক গবেষণা অনুযায়ী এই প্রধান ৮টি রোগের কারণে বাংলাদেশে প্রতিবছর ৩০ বছরের বেশি বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে ৫৭ হাজার জন মৃত্যুবরণ করেন এবং ৩ লাখ ৮২ হাজার জন পঙ্গুত্ব বরণ করেন। বেগম সালমা ইসলামের (ঢাকা-১) অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে আপাতত নতুন করে কোনো মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত সরকারের নেই ।

দেশে অনেক মেডিকেল প্রতিষ্ঠা করা হয়েছে। এখন কোয়ালিটি ইম্প্রুভমেন্টের জন্য সর্বাত্মক কার্যক্রম চলমান রয়েছে। এই মুহুর্তে প্রতিটি জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের নেই। তবে ভবিষ্যতে প্রয়োজনীয়তা ও সক্ষমতার নিরিখে বিষয়টি বিবেচনা করা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন