News71.com
 Bangladesh
 21 Jun 16, 12:07 PM
 461           
 0
 21 Jun 16, 12:07 PM

২৬ জুন থেকে বিআরটিসির অগ্রিম টিকিট শুরু ।।

২৬ জুন থেকে বিআরটিসির অগ্রিম টিকিট শুরু ।।

নিউজ ডেস্কঃ ঈদ উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) আজকের পরিবর্তে ২৬শে জুন থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে। বিআরটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান (অতিরিক্ত সচিব) এ তথ্য নিশ্চিত করেছেন ।

আজ সকালে তিনি জানান, বিআরটিসি সীমিত রুটে চলাচল করে। ঈদের সময় এত আগে থেকে টিকিটের চাহিদা থাকে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ২৬শে জুন থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হবে। বিআরটিসি সূত্রে জানা গেছে, এবারের ঈদের জন্য সাড়ে ৪০০ বাস প্রস্তুত করা হচ্ছে। তবে রুট অনুযায়ী টিকিট প্রতি দাম এখনো নির্ধারণ করা হয়নি। তাছাড়া প্রত্যেকটি ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি হবে। এবার বিআরটিসির সংশ্লিষ্ট ডিপোগুলোতে সরাসরি কিংবা বিকাশের মাধ্যমে টিকিট কেনার সুযোগ থাকছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন