
নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে জামাল মিয়া (৩৮) ও নাজমা বেগম (২২) নামে দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চার যাত্রী। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ভৈরব উপজেলার হাজী হাসমত কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক নাজমা ও জামালকে মৃত ঘোষণা করেন। নিহত জামাল কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের এবং নাজমা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাসিন্দা।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক জানান, সকালে ভৈরব থেকে একটি অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে কিশোরগঞ্জ যাচ্ছিল। পথে হাজী কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে উভয় পরিবহনের ছয় যাত্রী আহত হন।