
উজ্জ্বল হোসেন, রাবি সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম অ্যালামনাই সম্মিলন অনুষ্ঠিত হবে আগামি ২৭ আগস্ট । সম্মিলনে অংশগ্রহণ করতে বিভাগের বিএ ( অনার্স ), এমএ , পিএইচডি ডিগ্রি নেওয়া এবং বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা আগামী ৩১ জুলাই এর মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবেন । গতকাল সোমবার দুপুরে বিভাগীয় সভাপতির কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত এক বক্তব্যে এ তথ্য জানানো হয় ।
সংবাদ সম্মেলনে , অ্যালামনাই সম্মিলন কমিটির আহ্বায়ক অধ্যাপক এফ এম এ এইচ তাকী বলেন, সম্মিলনে অংশগ্রহণ করতে সাবেক শিক্ষার্থীদের ১৫শ টাকা, আজীবন সদস্য হতে ছয় হাজার টাকা এবং বর্তমান শিক্ষার্থীদের ৮শ টাকা ফি প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে।বিভাগের অ্যালাইনাই অ্যাসোসিয়েশনের সঞ্চয়ী হিসাব নম্বর - ০২০০০০৮৬১৭৪১৬ তে জমা দিয়ে নির্ধারিত ফরম পূরণ করতে হবে । এছাড়াও সরাসরি বিভাগ বা বিভাগের ওয়েবসাইট www.ru.ac.bd/isd থেকেও ফরম পাওয়া যাবে । গত ২৩ মে রেজিস্ট্রেশন শুরু হয়েছে বলেও জানানো হয় ।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন, অধ্যাপক আব্দুল লতিফ, অধ্যাপক মুহাম্মদ মাহবুবুল রহমান, অধ্যাপক মোহা. আশরাফ উজ জামান প্রমুখ ।