News71.com
 Bangladesh
 21 Jun 16, 11:04 AM
 497           
 0
 21 Jun 16, 11:04 AM

প্রধান নির্বাচক ফারুকের পদত্যাগে আপত্তি নেই বিসিবি প্রধানের

প্রধান নির্বাচক ফারুকের পদত্যাগে আপত্তি নেই বিসিবি প্রধানের

নিউজ ডেস্ক: পদত্যাগের ঘোষণা দেওয়া প্রধান নির্বাচক ফারুক আহমেদকে থাকার জন্য অনুরোধ করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের প্রধান নাজমুল হাসানের দাবি, নতুন নির্বাচন পদ্ধতি নিয়ে নির্বাচকদের কোনো সমস্যা থাকার কথা নয়। রোববার বোর্ড সভায় দল নির্বাচনের ‘প্রচলিত ও প্রমাণিত’ কাঠামো বদলে ফেলে বিসিবি।

এরপর সংবাদমাধ্যমকে ফারুক আহমদে জানান, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই পদত্যাগপত্র জমা দেবেন তিনি। সোমবার এর প্রতিক্রয়ায় নাজমুল হাসান জানান, ফারুক আহমেদ আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। “তার অতীত দেখে তাকে সম্মান দেওয়া হয়েছে। আমাদের প্রাথমিক আলাপে প্রধান নির্বাচক পদটা ছিলই না। তাকে সম্মান দিতেই এটা রাখা হয়েছে। এরপরও যদি ও মনে করে অস্বস্তি… সে পদত্যাগ করতে পারে।এখানে ঝামেলা করার কোনো দরকার নেই। এখানে কনফিউশন ছড়ানোর কোনো সুযোগই নেই।”

দ্বিস্তরের নির্বাচন প্রক্রিয়া নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা রয়েছে। তবে বিসিবি সভাপতি এখানে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানকে যোগ করা ছাড়া আর কোনো পরিবর্তন দেখছেন না। “আকরাম খান ছাড়া এখানে অন্য কিছুর কোনো পরিবর্তন হয়নি। ম্যানেজার তো সিলেকশনে নেই। ম্যানেজারের জায়গায় অধিনায়ক হতে পারতো। কিন্তু আমি ওদের সঙ্গে কথা বলে জেনেছি ওরা এটাতে খুশি। এতে করে নির্বাচকদের কোনো সমস্যা থাকার কথা নয়। থাকলে অধিনায়কদের থাকার কথা।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন