
নিউজ ডেস্কঃ কৃষক যাতে উৎসাহ না হারায় সে লক্ষ্যে ফসলের ন্যায্য দাম নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান করেছেন মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাস্ত্রপতি বলেন, ‘মনে রাখতে হবে, কৃষকের মঙ্গলের জন্য ফসল যেমন দরকার,তেমনি ভালো দামও একান্ত প্রয়োজন। চালের দাম কম থাকলে আমরা সবাই খুশি থাকি। কিন্তু যারা মাথার ঘাম পায়ে ফেলে চাল উত্পাদন করে আমরা কী কখনও তাদের কথা ভেবে দেখেছি একবার। অনেক সময় দেখা যায় ধান চাষ করে কৃষক উত্পাদন খরচ উঠাতে পারছে না।’ কৃষিবিদ দিবস উপলক্ষে আজ রাজধানীতে এক অনুষ্ঠানে ‘সোনার বাংলা’ গড়তে কৃষকদের ভূমিকার প্রসঙ্গ তুলে আবদুল হামিদ বলেন, ‘অনেক সময় কৃষি শ্রমিকের অভাবে জমির ফসল উঠানো সম্ভব হচ্ছে না। তাই কৃষকরা যাতে উত্সাহ না হারায় সে ব্যাপারে সকলকে বিশেষভাবে নজর দিতে হবে। সর্বদা একটা কথা মনে রাখতে হবে, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। আর দেশ বাঁচলেই আমরা বাঁচব। দেশ এগিয়ে যাবে উন্নয়ন ও অগ্রগতির কাঙ্ক্ষিত লক্ষ্যে, পরিণত হবে সোনার বাংলায়।’ রাষ্ট্রপতি এ সময় তার লিখিত বক্তব্যের বাইরে অনুষ্ঠানে উপস্থিত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর উদ্দেশে বলেন, ‘আমি হাওরের মানুষ। আমি কৃষকের সন্তান। হাওরে এক ফসল হয়। এবার বহু জমি পতিত রয়ে গেছে। সামনের বছর পতিত জমি আরও বেড়ে যাবে। হাওরের কৃষকদের প্রতি বিশেষ নজর দিতে হবে।’