News71.com
 Bangladesh
 21 Jun 16, 12:01 AM
 507           
 0
 21 Jun 16, 12:01 AM

লক্ষ্মীপুরে ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুরে ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের কমলনগরে খোরশেদ আলম নামে এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার এ দণ্ড প্রদান করেন।

উপজেলার হাজিরহাট বাজারের তোয়াহা মার্কেটের মডার্ন মেডিটেক সেন্টারে খোরশেদ আলম কয়েক বছর ধরে অপচিকিৎসা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। কেউ বজতাই পারেনি তিনি একজন ভুয়া ডাক্তার।কিন্তু আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়েন এই ভুয়া ডাক্তার। এসময় তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে জরিমানার টাকা আদায় করে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয় বলেছেন,কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহমদ। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি করাত কলের মালিককে ১০ হাজার টাকা, বাস ও লেগুনার ৫ জন চালকের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন