News71.com
 Bangladesh
 20 Jun 16, 11:59 PM
 597           
 0
 20 Jun 16, 11:59 PM

কারাগার থেকে বের হতেই যশোরে হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েতকে গুলি করে হত্যা...

কারাগার থেকে বের হতেই যশোরে হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েতকে গুলি করে হত্যা...

নিউজ ডেস্কঃ যশোরে দুর্বৃত্তদের গুলিতে সন্ত্রাসী বাহিনী প্রধান হেমায়েত হোসেন (৩০) খুন হয়েছেন।আজ ইফতারের পর তিনি যশোর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হলে কারাগার ফটকের সামনেই এই হত্যাকাণ্ড ঘটে। হেমায়েত শহরতলীর মণ্ডলগাতি এলাকায় জিন্নাহ ওরফে টেনা কসাইয়ের ছেলে এবং ওই এলাকার হেমায়েত বাহিনীর প্রধান। যশোরের সহকারি পুলিশ সুপার বিল্লাল হোসেন নিউজ৭১ কে জানান গত ১৯ এপ্রিল তাকে বিস্ফোরকসহ ৫টি মামলায় যশোর কোতোয়ালি থানার পুলিশ হেমায়েতকে আটক করে কারাগারে প্রেরণ করে। আজ তিনি জামিনে বের হন। কারাগার থেকে বের হয়ে তিনি গেটের সামনে সুকতারা টি স্টলে চা পান করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে সামনে থেকে গুলি করে পালিয়ে যায়।

এ সময় দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি তার মাথার ডান পাশে এবং আরেকটি গুলি পায়ে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে আনার আগেই হেমায়েত মৃত্যু বরন করেছে। যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার শাজাহান আহমেদ জানান , সোমবার রাত পৌণে ৮টার দিকে মুক্তি পেয়ে হেমায়েত কারা ফটকের সামনের রাস্তা পর্যন্ত পৌঁছান। এ সময় দুটি মোটরসাইকেলে এসে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। কারাগারের প্রধান ফটকে দায়িত্বরত রক্ষীরা দুর্বৃত্তদের ধাওয়া করে। এ সময় মোটরসাইকেল দুটির একটি পড়ে যায়। দুর্বৃত্তরা সেটা ফেলেই পালিয়ে যায়। কোতোয়ালি মডেল থানার ওসি আরও বলেন, ‘নিহত হেমায়েতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, বিস্ফোরকসহ বিভিন্ন আইনে ১৯টি মামলা রয়েছে। হত্যাকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল পুলিশ হেফাজতে নিয়েছে। হত্যার কারণও উদঘাটিত হয়েছে। কিন্তু এখনই সব বলা যাবে না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন