News71.com
 Bangladesh
 20 Jun 16, 11:58 PM
 451           
 0
 20 Jun 16, 11:58 PM

গাজীপুরে জুয়াড়িদের হামলায় ৩ সাংবাদিক আহত

গাজীপুরে জুয়াড়িদের হামলায় ৩ সাংবাদিক আহত

নিউজ ডেস্কঃ গাজীপুরে জুয়াড়িদের হামলায় ৩ সাংবাদিক আহত হয়েছেন।আজ বিকালে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আরটিভির গাজীপুরের স্টাফ রিপোর্টার মো. আজাহারুল হক, মোহনা টিভির গাজীপুর প্রতিনিধি মো. আতিকুর রহমান আমিন ও জিটিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। তাদেরকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত সাংবাদিক মো. আজাহারুল হক বলেন, জুয়া খেলার খবর সংগ্রহ করতে গেলে জুয়ার আসরের পরিচালক মো. সফিকুল ইসলাম সফি ও ফারুক হোসেনের নেতৃত্বে ১৫-১৬ জন জুয়াড়ি তাদের ওপর হামলা করে। তখন হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল ফোন সেট ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। এই খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আহত ব্যাক্তিদের উদ্ধার করে। তারপর তাদের গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদিকে জুয়াড়িদের হামলায় ৩ জন সাংবাদিক আহত হওয়ার খবর পেয়ে রাতে গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জামিল আহমেদ, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমানত হোসেন খানসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান তাদের দেখার জন্য। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার রেজাউল হাসান রেজা বলেন, হামলাকারীদের দ্রুতি গ্রেফতার করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন