News71.com
 Bangladesh
 20 Jun 16, 11:55 PM
 512           
 0
 20 Jun 16, 11:55 PM

রাজধানীতে এক যুবকের বিরুদ্ধে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

রাজধানীতে এক যুবকের বিরুদ্ধে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক: মোবাইল চুরি নিয়ে ঝগড়ার জেরে রাজধানীর দক্ষিণখানে মো. সোহেল নামে এক যুবকের বিরুদ্ধে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের শিকার গৃহবধূর নাম পিংকি আক্তার ময়না (১৮)। সোমবার বিকেল ৫টার দিকে দক্ষিণখানের বারেক ভান্ডারিয়া রোডের রফিকুল আলম মজুমদারের বাড়ি থেকে পিংকির মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, ওই দম্পতি রফিকুল আলম মজুমদারের বাড়িটিতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। তাদের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়। এ ব্যাপারে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুল হক সরকার বলেন, পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন। হত্যার পরই সোহেল পালাতক।

তিনি আরো বলেন, সোহেলকে গ্রেপ্তার করা হলে বিস্তারিত জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন