
নিউজ ডেস্কঃ এবারের ঈদে যাত্রীদের চাপ কমাতে বরিশাল-ঢাকা রুটে ১৯টি লঞ্চ ও ৫টি সরকারি রকেট যাত্রীসেবায় নিয়োজিত থাকবে। সূত্রমতে, বরিশাল-ঢাকা রুটে এ বছর প্রথম সবচাইতে বেশি যাত্রীবাহী লঞ্চ (রাত্রিকালীন) বহরে যুক্ত রয়েছে। এবারের ঈদে বেসরকারি প্রতিষ্ঠানের ১৭ টি লঞ্চ সরাসরি ঢাকা-বরিশাল রুটে যাত্রী পরিবহন করবে। এরমধ্যে পারাবত কোম্পানির ৫ টি, সুন্দরবন কোম্পানির ৩ টি, সুরভী কোম্পানির ৩ টি, কীর্তনখোলার ২ টি, টিপুর ১ টি, ফারহানের ১ টি, কালামখানের ১টি, দীপরাজের ১ টি। দিবাসার্ভিসে গ্রীন লাইন ওয়াটার ওয়েজের ২ টি জাহাজ এ রুটে চলাচল করবে।
এছাড়া বরিশাল চাঁদপুর ও ফতুল্লা ভায়া রেখে সুন্দরবন, ফারহান, পূবালীসহ ৪ টি লঞ্চ চলাচল করার কথা রয়েছে।
পাশাপাশি রাত্রিকালীন সরকারি জাহাজ সার্ভিসে বিআইডব্লিউটিসি’র পিএস মাহসুদ, অস্ট্রিজ, লেপচা নামে ৩ টি রকেট ও নতুন সংযুক্ত এমভি মধুমতি, এমভি বাঙালিসহ ৫ টি জাহাজ চলাচল করার কথা রয়েছে। সুরভী গ্রুপ অব কোম্পানির পরিচালক রেজিন উল কবির সাংবাদিকদের জানান, এবারের ঈদে সুরভী কোম্পানির বহরে সুরভী-৯, সুন্দরবন কোম্পানির সুন্দরবন-১০ ও পারাবত কোম্পানির পারাবত-১২ নামে তিনটি লঞ্চ থাকছে বরিশাল-ঢাকা নৌরুটে।
কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি ও সুন্দরবন নেভিগেশনের সত্ত্বাধিকারী সাইদুর রহমান রিন্টু বাংলানিউজকে জানান, এ বছর অন্যসব সময়ের থেকে বেশি লঞ্চ থাকবে বরিশাল-ঢাকা নৌ-রুটে। বহরে থাকবে তিনটি কোম্পানির সবচাইতে বড় ও আধুনিক নৌযান। যে কারণে লঞ্চ প্রতি যাত্রীর চাপ কমে যাবে। আবার দিবাসার্ভিস, সরকারি রকেট সার্ভিস, সড়কপথ ও আকাশপথের সুযোগ সুবিধা বাড়ার কারণ তো থাকছেই।