News71.com
 Bangladesh
 20 Jun 16, 11:41 PM
 455           
 0
 20 Jun 16, 11:41 PM

বাংলাদেশের ৭৯০টি পোশাক কারখানা বন্ধ ।। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ

বাংলাদেশের ৭৯০টি পোশাক কারখানা বন্ধ ।। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ

নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ক্রেতাদের শর্ত পূরণ না হওয়া এবং নানা কারণে সব মিলিয়ে দেশে ৭৯০টি পোশাক তৈরি কারখানা বন্ধ রয়েছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ৮১টি পোশাক তেরির কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এরমধ্যে ৩৯টি সম্পূর্ণ এবং ৪২টি কারখানা আংশিক বন্ধ রয়েছে।

আজ সংসদে প্রশ্নোত্তরে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান। এর আগে বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। কুড়িগ্রাম-৩ আসনে জাতীয় পার্টির সাংসদ এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে ৫ হাজার ১৯০টি পোশাক তৈরি কারাখানা রয়েছে। এরমধ্যে ৪ হাজার ৮৩৪টি রপ্তানিমুখী। জাতীয় উদ্যোগ, অ্যাকর্ড ও অ্যালায়েন্সের তত্ত্বাবধানে রপ্তানিমুখী ৩ হাজার ৭৪৬টি কারাখানায় অগ্নি, বৈদ্যুতিক ও কারখানা ভবনের প্রাথমিক নিরাপত্তা যাচাই করা হয়েছে।

যাচাই শেষে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ৩৯টি কারখানা সম্পূর্ণ এবং ৪২টি কারখানা আংশিক বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যান্য কারণসহ সব মিলিয়ে বর্তমানে ৭৯০টি কারখানা বন্ধ রয়েছে। ওয়াসিকা আয়শা খানের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ২০১৪-১৫ অর্থবছরে গার্মেন্টস পণ্য রপ্তানি করে ২৫ হাজার ৪৯১ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ২৩ লাখ ৭৬২ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন